ডিজিটাল প্রডাক্ট ক্রয় এর জন্য নিচের দেওয়া Terms and conditions গুলো ভালো ভাবে পড়বেন।
১. পরিচিতি
এই টার্মস ও কন্ডিশনস আপনার ডিজিটাল প্রডাক্ট ক্রয় ও ব্যবহারের জন্য প্রযোজ্য। আমাদের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি এই শর্তাবলী মেনে নিচ্ছেন। যদি আপনি এই শর্তাবলী মেনে না চলে থাকেন, তবে আমাদের ডিজিটাল প্রডাক্ট ব্যবহার বা ক্রয় না করার জন্য অনুরোধ করা হলো।
২. প্রডাক্ট
আমরা বিভিন্ন ধরনের ডিজিটাল প্রডাক্ট সরবরাহ করি, যেমন ই-বুক, সফটওয়্যার, ডিজিটাল টেমপ্লেট, গাইডলাইন, ভিডিও কনটেন্ট, ইত্যাদি। প্রতিটি প্রডাক্টের বিস্তারিত তথ্য আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।
৩. মূল্য ও পেমেন্ট
ডিজিটাল প্রডাক্টের মূল্য ওয়েবসাইটে প্রদর্শিত থাকবে এবং এটি যেকোনক সময় পরিবর্তিত হতে পারে। পেমেন্ট শুধুমাত্র অনুমোদিত পেমেন্ট পদ্ধতিতে গ্রহণ করা হবে যেমন ক্রেডিট/ডেবিট কার্ড,, মোবাইল ওয়ালেট(বিকাশ,নগদ,রকেট) ইত্যাদি।
৪. প্রডাক্ট ডেলিভারি
একবার পেমেন্ট সফল হলে, আপনার ই-মেইলে প্রডাক্টের লিংক বা ডাউনলোড পদ্ধতি পাঠানো হবে। আপনার পণ্যের জন্য কোনো শিপিং বা ফিজিক্যাল ডেলিভারি প্রযোজ্য নয়, কারণ এটি ডিজিটাল প্রডাক্ট।
৫. রিটার্ন ও রিফান্ড পলিসি
ডিজিটাল প্রডাক্ট বিক্রির পর রিটার্ন বা রিফান্ড সম্ভব নয়, সেক্ষেত্রে প্রডাক্টের কোনো ত্রুটি বা ভুল ডেলিভারি ঘটলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেব।
৬. ব্যবহারের সীমাবদ্ধতা
ডিজিটাল প্রডাক্ট শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহার বা নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহারের জন্য অনুমোদিত। এই প্রডাক্টকে পুনঃবিক্রি, বিতরণ, অথবা কোনো ভাবে অন্যকে প্রদান করা নিষেধ। তবে কিছুক্ষেত্রে পুনঃবিক্রয় বা বিতরণ এর অনুমতি দেওয়া থাকলে সেটি করতে পারবেন।
৭. কপিরাইট ও ইনটেলেকচুয়াল প্রপার্টি
আপনি যে ডিজিটাল প্রডাক্ট ক্রয় করবেন, তার কপিরাইট ও সকল আইনি অধিকার আমাদের (বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের) মালিকানাধীন থাকবে। আপনি এই প্রডাক্টের কোনো অংশ কপি, সংশোধন, বা ডিস্ট্রিবিউট করতে পারবেন না।
৮. ঝুঁকি ও দায়িত্ব
আপনি যে ডিজিটাল প্রডাক্ট ক্রয় করছেন, তা ব্যবহারের সমস্ত ঝুঁকি আপনার উপর বর্তাবে। আমরা কোনো ধরনের প্রযুক্তিগত সমস্যা বা সুরক্ষা লঙ্ঘনের জন্য দায়ী থাকব না।
৯. শর্তাবলী পরিবর্তন
আমরা এই শর্তাবলী যেকোনো সময়ে পরিবর্তন করার অধিকার রাখি। পরিবর্তনগুলি ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর তা স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে। আপনি নিয়মিত শর্তাবলী পর্যালোচনা করার জন্য দায়ী।
১০. আইনগত বিষয়
এই শর্তাবলী বাংলাদেশের প্রযোজ্য আইন অনুসারে পরিচালিত হবে। যেকোনো বিরোধ বা সমস্যা থাকলে, তা বাংলাদেশের আদালতে নিষ্পত্তি হবে